২৪ অক্টোবর ২০২৫

অনিন্দ্য টিটো’র কবিতা

বাইরে তুমুল শোকবৃষ্টি

বাইরে তুমুল শোকবৃষ্টি
একফোঁটা দুইফোঁটা তিনফোঁটা করে
এখন তুমুল বেগে ঝরছে;
আছড়ে পড়ছে আরোগ্য
নিকেতনের দরোজায়,
দেয়ালে ছুঁয়েছে করিডোর,
ছুঁয়েছে ইর্মাজেন্সির প্রবেশ মুখ।

বন্ধ সব ক’টি কাঁচের জানলা;
ভেতর থেকে শোকবৃষ্টি
উপভোগ করছে অমানবিক-
জোড়া জোড়া চোখ!
শোকবৃষ্টিতে ভিজছে
অ্যাম্বুলেন্স, হুইলচেয়ার, বুক।

বাইরের তুমুল শোকবৃষ্টি
প্রতিবাদে আর মানবিকবোধে দীপ্র।
নিঃশ্বাস নেয়ার তীব্র আকুতিতে ছুঁতে চায়-
ভেন্টিলেটর, আইসিইউ, অক্সিজেনের সিলিন্ডার;
আবেগ ছুঁতে চায় নির্লজ্জ ভোঁতা অনুভূতি!

ঘরে ফেরার গান গেয়ে যায় শোকবৃষ্টি
শুনতে পায় না বধির পরশ্রমজীবীরা;
কাঁচের ফাঁক-গলে পৌঁছুতে না পেরে
ছড়িয়ে পড়ে ইট-পাথরে,
কাঁদামাটির সবুজ ঘাসে-
বাড়ে মেঘে দীর্ঘশাস,
আকাশে ঈশ্বরের স্তুতি।

বাইরে তুমুল শোকবৃষ্টি
ঝরছে ঝরছে ঝরছে
মহাপ্রলয়ের রূপ নিয়ে
ফুঁসছে ফুঁসছে ফুঁসছে

১২ জুন, ২০২০

আরও পড়ুন