এক লহমায় শোক-রঙে ছেয়ে গেল মানচিত্র—
বত্রিশ নম্বরে তখনও বইছে রক্ত-গঙ্গার ধারা
সফেদ পাঞ্জাবীটা তবুও মুক্তির স্বপ্নে পাগলপারা
অকুতোভয় মুজিবের মুখ ভাসে
রক্ত রবির রাগে অস্ত-আকাশে;
ফুলে ফুলে, শস্য শ্যামল প্রান্তরে
হৃদয়ে হৃদয়ে, প্রাসাদে ও কুঁড়েঘরে।
গনগনে সুর্যটি অস্তে যেতে যেতেও
ঝলসে উঠল আবার তর্জনীর আগুনে
অদৃশ্য রক্তপাত ঘটিয়ে বাঙালির চিন্তনে।
হয়ে উঠলেন বাঙালির অখণ্ড ইতিহাস
বিশ্ব রাজনীতির বিশ্বকবি
হৃদয়লোকের কৌস্তভ ছবি।
তর্জনীর উত্তরাধিকার
আজও আমাদের শেখায় সাঁতার জলের কাঁচের গ্লাসজারে
শেখায় ধ্রুপদী গান
চেতনার বহুমাত্রিক সুর ও স্বরে;
আজও আমাদের
আনন্দে নাচায় লাল-সবুজ ফিতেতে বাঁধা বিনুনি
এখনও দেখায় অকূলে পথ উত্থিত সেই তর্জনী!













