অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে আগামীকাল ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার মুখোমুখী হবে বাংলাদেশ দল। বৃহস্পতিবার সকাল ৯টায় মাঠে গড়াবে যুবাদের প্রথম ওয়ানডে ম্যাচ। সিরিজের প্রথম ৩ ওয়ানডে হবে খুলনাতে, আর শেষ দুই ম্যাচের ভেন্যু রাজশাহী। সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯ টা থেকে।
আজ বুধবার (৫ জুলাই) দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশের অধিনায়ক আহরার আমিন ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিভিড টিগার। সিরিজ ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেন উভয় দলের অধিনায়ক।
এদিকে আজ সকাল থেকে ওয়ানডের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিকেলে অনুশীলন করবে দক্ষিণ আফ্রিকার যুবারা।
আর দীর্ঘ চার বছর পর খুলনায় কোনো বিদেশি ক্রিকেট দলকে আতিথিয়েতা দিতে প্রস্তুত শেখ আবু নাসের স্টেডিয়ামও। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের ভেন্যু ইনচার্জ মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সিরিজকে সামনে রেখে ভেন্যুর বিভিন্ন স্থানে সংস্কার করা হয়েছে। দর্শকদের জন্য উম্মুক্ত রাখা গ্যালারিতে নতুন করে রং করা হয়েছে। সংস্কার করা হয়েছে ড্রেসিং রুমসহ ভেন্যুর অন্যান্য বিভিন্ন স্থাপনাও।
সিরিজের সূচি অনুযায়ী, আগামী ৬, ৯ ও ১১ জুলাই সিরিজের প্রথম তিনটি ওয়ানডে শেখ আবু আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর শেষ দু’টি ওয়ানডে অনুষ্ঠিত হবে রাজশাহীতে, ১৪ ও ১৭ জুলাই। পাঁচ ম্যাচের এই সফর শেষ করে প্রোটিয়া যুবা দল বাংলাদেশ ছাড়বে ১৮ জুলাই।













