৩০ অক্টোবর ২০২৫

অপরাধী কাউকে ছাড় দেওয়া হবেনা – লে. কর্ণেল মোহসীন হাসান

খাগড়াছড়ি  প্রতিনিধি  »

খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো: মোহসীন হাসান।

এসময় করোনা মহামারীতে সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি আত্ম সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এধারা অব্যহত থাকবে। যারা উন্নয়ন ও সম্প্রীতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, তারা যত বড় রাঘব বোয়াল হউক না কেন, কাউকে ছাড় দেওয়া হবেনা।

এসময় গুইমারা উপজেলা চেয়ারম্যান উষ্যেপ্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মেয়র মোঃ শামসুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন