১ নভেম্বর ২০২৫

‘অপরাধ নিয়ন্ত্রনে শক্তিশালী করতে হবে কমিউনিটি পুলিশিং কার্যক্রম’

বোয়ালখালী প্রতিনিধি  »

‘মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে বোয়ালখালী থানা প্রশাসনের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে থানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম । সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানব সভ্যতা যতদিন থাকবে অপরাধও ততদিন থাকবে । তবে অপরাধকে নিয়ন্ত্রনে রাখতে হবে। অপরাধ নিয়ন্ত্রনে রাখতে হলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। এসময় তিনি অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান।

এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মন্নান রানা, পৌর কাউন্সিলার সুনীল চন্দ্র ঘোষ ।

এই সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল ফজল বাবুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক রুবেল, বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ই্উনুছ মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাছান।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ