৩১ অক্টোবর ২০২৫

অপহরণের পর গলাটিপে শিশু হত্যা, অভিযুক্ত শ্রমিক আটক

কক্সবাজারে শিশু অপহরণের পর গলাটিপে হত্যার দায়ে অভিযুক্ত রাহিন আহম্মদ (২২) নামের এক নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাহিন আহম্মদ (২২) সিলেটের গোলাপগঞ্জ সন্দিশাইল, জিনারের টিল্লা (৯নং ওয়ার্ড) এলাকার বাহার উদ্দিন ও রায়না বেগমের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কক্সবাজার সদরের ঝিলংজা পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়া এলাকার রহমত উল্লাহর ছেলে আশরাফুল ইসলাম রোহানকে (৬) অপহরণের চারদিনের মাথায় ড্রেন থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর পরিবার থানায় মামলা দায়ের করলে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নির্মাণ শ্রমিককে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটি নিখোঁজ হয়েছে মর্মে থানায় একটা ডায়রিও করে পরিবার।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাহিন শিশু রোহানকে হত্যার কথা অকপটে স্বীকার করে। রাহিন জানান, ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টার দিকে রাহিন ভিকটিম রোহানকে বাড়ী সংলগ্ন দক্ষিণ হাজীপাড়া সড়ক হতে কৌশলে অপহরণ করে। তাকে জিম্মি করে মুক্তিপণ আদায় করার উদ্দেশ্যে বাস টার্মিনালস্থ নারিকেল বাগানে নিয়ে যায়। পরে তার সন্দেহ হয় এলাকার লোকজন তার অপহরণ বিষয়ে জেনে গেছে। তাই নিজেকে বাঁচাতে শিশু রোহানকে গলাটিপিয়া হত্যার পর লাশ গুম করতে নারিকেল বাগানের পূর্ব দিকে ড্রেনে ফেলে দেয়।

আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রকিবুজ্জামান

আরও পড়ুন