২৩ অক্টোবর ২০২৫

অপহরণের পর মুক্তিপন আদায়, চট্টগ্রামে বৈষম্যবিরোধী পরিচয়ে ৪ জন গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে এক পোশাক কারখানার কর্মকর্তা এবং তার ব্যক্তিগত গাড়িচালককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নেতৃত্বে পাহাড়তলী জোন পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফ। তাদের সবার বয়স ২২ থেকে ২৩ এর মধ্যে। সিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক কারখানা প্যাসিফিক জিন্সের সহকারী মহাব্যবস্থাপক আবেদীন আল মামুন ও তার ব্যক্তিগত গাড়িচালক মো. জুয়েলকে আকবর শাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকার প্রভাতি স্কুলের বিপরীতে অবস্থিত বাসা থেকে অপহরণ করা হয়।

অপহরণকারীরা ভিকটিমকে পতেঙ্গা সাগরপাড়, পাহাড়তলী কর্নেল হাট এবং আকবর শাহসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায়। এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর মধ্যে ৫ লাখ টাকা নগদে আদায় এবং বাকি ১৫ লাখ টাকার একটি ব্যাংক চেক নেওয়া হয়। পরে অপহরণকারীরা ভিকটিমকে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল এলাকার সামনে রেখে পালিয়ে যায়।

অপহরণের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সামনে থেকে আবেদীন আল মামুন ও তার গাড়িচালককে উদ্ধার করে। পরবর্তীতে একাধিক স্থানে অভিযান চালিয়ে পর্যায়ক্রমে নাজমুল আবেদীন, নইমুল আমিন, আরাফাত হোসেন ও রিসতি বিন ইউসুফকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নইমুল আমিনের বাসা থেকে মুক্তিপণের ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপি, আলাউদ্দিন, আরাফাত এবং আসিফসহ অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আকবর শাহ থানায় মামলার প্রস্তুতি চলছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন জানান, চাঁদাবাজির বিষয়ে তিনি শুনেছেন, তবে কারা জড়িত তা নিশ্চিত নন। তিনি আরও জানান, সংগঠনের এখন নির্বাহী কমিটি রয়েছে এবং আটককৃতদের কেউ কোনো পদে নেই। তবে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন