৫ নভেম্বর ২০২৫

অপহরণের ৪৮ ঘণ্টার মাথায় যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজার শহরের কলাতলী থেকে অপহৃত এক যুবককে সদরের খুরুশকুল এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

রোববার (১৯ মার্চ) সন্ধ্যার পর খুরুশকুল নয়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি মো. শামসুল আলম খান।

তিনি জানান, র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পে জনৈক মো. হোসেন (৬০) অভিযোগ দায়ের করেন, তার মেয়ের জামাই আশরাফ আলী (২৪) ১৮ মার্চ সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী হতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও পাননি। এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়রী (নং-১২৯৩) করা হয়। পরেরদিন (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে একটি নম্বর হতে ভিকটিমের শ্বশুর হোসেনের মোবাইলে কল করে অপহৃতকল ফেরত পেতে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না পেলে ভিকটিমকে হত্যার হুমকিসহ ভয়ভীতি দেখায়।

তিনি আরও জানান, বিষয়টি র‌্যাব-১৫, কক্সবাজার অবগত হওয়ার পর অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেফতার করতে র‌্যাব-১৫’র সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা কার্যক্রম শুরু করে। রবিবার সন্ধ্যার পর কক্সবাজার সদরের খুরুশকুল নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

এএসপি মো. শামসুল আলম খান জানান, র‌্যাবের উপস্থিতি ঠের পেয়ে অপহরণকারিরা ভিকটিমকে রেখে পালিয়ে যায়। অপহৃতকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ