বান্দরবান প্রতিনিধি »
রাঙামাটির রাজস্থলীতে সালিশি বিচারে অংশ নিতে এসে অপহৃত বান্দরবানের কুহালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য চাইগ্য মারমাকে অপহরকারীরা ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গাহালিয়া বাজারে তাকে ছেড়ে দেওয়া হয়। ইউপি সদস্য চাইগ্য মারমা বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছে বলে নিশ্চিত করেন সাবেক কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা।
তিনি জানান, সন্ত্রাসীরা ইউপি সদস্যকে অপহরণের পরেদিন রাত ৯টায় পুণরায় বাঙ্গালহালি বাজারে ছেড়ে দিয়েছে এবং তিনি রাত্রে নিজ বাড়িতে চলে আসেন।
সাবেক কুহালং ইউপি চেয়ারম্যান সানুপ্রু মারমা জানান, গতকাল (রোববার) রাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অক্ষত অবস্থায় নিজ বাসায় অবস্থান করছে।
উল্লেখ্য, গত ৭ মে ইউপি সদস্য চাইগ্যা মারমাকে রাজস্থলীতে থেকে বাড়িতে ফেরার পথে একদল দুর্বত্ত গাড়ি থেকে নামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।













