২৮ অক্টোবর ২০২৫

অফিস কক্ষেই মৃত্যুর কোলে অতিরিক্ত সচিব সরাফত

বাংলাধারা ডেস্ক »

স্থানীয় সরকার বিভাগের অধীনে জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১২মার্চ) দুপুর বারোটার দিকে মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপির প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় স্ট্রোক করেন। অফিসের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরাফত আলী এর আগে ফরিদপুর জেলা প্রশাসক ছিলেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন