বাংলাধারা প্রতিবেদন »
মন্ত্রণালয় এবং সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দেয়ার ২১ দিন অপেক্ষার পরও সমাধান না পেয়ে অবশেষে নিজেদের উদ্যোগেই ডায়ালিসিস মেশিন চালু করলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)। জায়গা সংকুলান না হওয়ায় প্রাথমিকভাবে দুটি ডায়ালিসিস মেশিন রোববার (৭ জুন) থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্ত্রণালয়ের পাশাপাশি সাময়িকভাবে করোনা রোগীর চিকিৎসার জন্য চমেক কর্তৃপক্ষ ডায়ালিসিস মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এনআইকেডিইউ- সান্ডুর’-কেও চিঠি দেয়। কিন্তু কোথাও থেকে কোনোরকম সাড়া মিলেনি। ডায়ালিসিস মেশিনের অভাবে ঈদের পরদিন গত ২৬ মে মারা গেছেন করোনা আক্রান্ত এক রোগী।
এমনকি চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর তাঁর মায়ের ডায়ালিসিস করাতে চেয়েও না পেয়ে ঢাকার হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, মন্ত্রণালয় থেকে পার্টসটা আসতে দেরি হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেই কিনে নিবো। এখন মেশিন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। আজ থেকে করোনা আক্রান্ত কিডনি জটিলতায় ভোগা রোগীদের ডায়ালিসিস সেবা দিতে পারবো।
বাংলাধারা/এফএস/টিএম













