জালালউদ্দিন সাগর »
করোনা রোগীদের চিকিৎসা দিতে ১০০ বেডের একটি আইসোলেসন ইউনিট চালু করেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়’র (ইউএসটিসি) অধীনে পরিচালিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল (বিবিএমএইচ)।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাসপাতালের করোনা ইউনিটের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কাউসার, সিনিয় সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ।
মার্চের প্রথম প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনাতা কর্মসূচী ছাড়াও ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ পরিচালক কার্যালয়, জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়।
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রাথমকিভাবে নগরীর ১২টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নাম প্রস্তাব করলেও সে নামের তালিকায় ছিলো না বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (ইউএসটিসি) নাম।
পরবর্তিতে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলাধারার বিশেষ প্রতিবেদকের তথ্যানুসন্ধানে বেড়িয়ে আসে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) অধীনে পরিচালিত বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) অব্যবহৃত ১ হাজার বেডের নতুন হাসপাতালটি বেশ কয়েক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
দীর্ঘ অনুসন্ধানের পর গত ২০ এপ্রিল বাংলাধারায় ‘করোনা রোগীদের জন্য আর্শিবাদ হতে পারে ইউএসটিসির ১ হাজার বেডের অব্যহৃত হাসপাতাল!’-শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
মূলত বাংলাধারাতে প্রতিবেদন প্রকাশের পর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন ইউএসটিসিতে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করেন।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেয়া প্রস্তাবনার প্রেক্ষিতে ইম্পেরিয়াল হাসপাতাল ও ইউএসটিসি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে নোটিশ জারি করে স্বাস্থ অধিদপ্তর।
বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা রোগীদের চিকিৎসার জন্য আপাতত ১০০ বেডের একটি আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। বুধবার সকাল থেকে হাসপাতালে রোগী ভর্তি করানো শুরু হবে।
অবশেষে চালু হলো ইউএসটিসি’র করোনা ইউনিট
বাংলাধারা/এফএস/টিএম/এএ













