২৩ অক্টোবর ২০২৫

অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

হাইকোর্টের আদেশে অবশেষে জামিন পেলেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস।

আজ বুধবার বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার দায়ের করা জামিন আবেদন গ্রহণ করেন।

গত কয়েক মাস ধরে আলোচিত এই মামলায় চিন্ময়ের জামিন প্রশ্নে হাইকোর্ট ইতিমধ্যেই রুল জারি করেছিল। ওই রুলের শুনানির তারিখ ৩০ এপ্রিল ধার্য থাকলেও রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল শুনানি পিছিয়ে দেওয়া হয়।

আজকের শুনানিতে চিন্ময়ের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আবদুল বাসেত এবং ফরিদ উদ্দিন খান।

আদালতের জামিন আদেশে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার ও সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন