৩০ অক্টোবর ২০২৫

অবশেষে জয়ের দেখা সিলেটের

বাংলাধারা প্রতিবেদন »

এবারের বিপিএলের প্রথম চার ম্যাচের চারটাতেই হেরেছে সিলেট। জয়টা যেন মুখ ফিরিয়ে রেখেছিল সিলেটের কাছ থেকে। অবশেষে জয়ের দেখা পেল মোসাদ্দেকের সিলেট। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনাকে ৮০ রানে হারালো সিলেট।

আর এর মধ্য দিয়ে প্রথম পরাজয়ের শিকার হলো খুলনা।

২৩৩ রানের জয়ের লক্ষে খেলতে নামা খুলনা ১৮ ওভার তিন বল খেলে ১৫২ রানেই অলআউট হয়ে যায়। দলীয় এক রানেই প্রথম উইকেট হারায় খুলনা। রুশো ও ফ্রাইলিংক ছাড়া অন্য কেউ রানের পেছনে সেভাবে ছুটতে পারেন নি। রুশো ৩২ বলে ৫২ এবং ফ্রাইলিংক ২০ বলে ৪৪ রান নিয়ে আউট হন। দলের অন্যরা দায়িত্বশীল ব্যাটিং করতে না পারায় হারতে হয় খুলনাকে।

সিলেটের পক্ষে সান্তোকি তিনটা, মনির হোসেন ও এবাদত হোসেন দুইটি করে এবং নাভিন একটা উইকেট পান।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে। মূলত ফ্লেচারের অপরাজিত সেঞ্চুরির সুবাদে এ রানের পাহাড় গড়ে সিলেট। ১০৩ রান করতে ফ্লেচার ৫৭ বল খেলেন যেখানে ১১ টি চার ও  পাঁচটি ছক্কা মারেন। চার্লস সেঞ্চুরি থেকে দশ রান দূরে থাকতেই শহীদুল ইসলামের বলে বোল্ড হন।  চার্লসের ৩৭ বলে ৯০ রানের ইনিংসটি এগারটি চার ও পাঁচটি ছক্কা দিয়ে সাজানো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন