২৪ অক্টোবর ২০২৫

অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত, র‌্যাবের জালে ধরা বায়েজিদের ব্যবসায়ী

বাংলাধারা প্রতিবেদক»

নগরের বায়েজিদে অবৈধভাবে টিসিবি’র পণ্য গুদামজাত করায় অভিযান চালিয়ে মো. আব্দুল আজিজ সুমন (৩৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় বিপুল পরিমাণে টিসিবি’র পণ্য জব্দ করা হয়।

শনিবার (২০ আগস্ট) ৭ নম্বর ওয়ার্ডের আতু্রার ডিপো সংলগ্ন আমিন টেক্সটাইল মিলস লিমিটেডের ভেতরে গোডাউন থেকে তাকে আটক করা হয়।

আটক  আব্দুল আজিজ সুমন হাটহাজারী থানার এনায়েতপুর এলাকার মৃত সুলতান আহম্মেদের ছেলে।

র‍্যাব জানায়, সুমন পলাতক অপর আসামি টিসিবি’র ডিলার মো. বাবু (৩৫)-এর সহায়তায় টিসিবি’র পন্য সংগ্রহ করে এই গোডাউনে মজুদ করে। পরে তা  টিসিবি’র  সয়াবিন তেলের বোতল থেকে খালি বোতলে বোতলজাত করে এবং চিনি ও ডাল সাধারণ প্যাকেটে প্যাজেটজাত করে দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  টিসিবি লোগোযুক্ত ৩শ’ ৯৮ লিটার সয়াবিন তেল, ২শ’ কেজি মসুর ডাল এবং ২ কেজি ৫০০ গ্রাম চিনি জব্দ করে র‌্যাব।’

তিনি আরও বলেন, ‘সরকার ভর্তুকি মূল্যে  টিসিবির সয়াবিন তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকায় খোলা বাজারে বিক্রি কথা থাকলেও আটক অসাধু ডিলার ও তার ব্যবসায়ী তা না করে নিজেরা অবৈধভাবে মজুদ করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করে সাধারণ ভোক্তাদের ক্ষতি করে আসছে। যার কারণে সাধারণ ভোক্তাগণ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পায় না।’

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটক আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাধারা/এসআরটি

 

আরও পড়ুন