২৪ অক্টোবর ২০২৫

অবৈধভাবে ডলুখালের পাড় কাটা বন্ধের দাবি এলাকাবাসীর

 

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া- সাতকানিয়া সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে ডলুখালের পাড় কাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে আমিরাবাদ ইউনিয়নের মাষ্টার পাড়া সন্নিহিত গারাঙ্গিয়া এলাকায় দক্ষিণ গারাঙ্গিয়া সওদাগর পাড়া মহল্লা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আইয়ুব আলী, ওসমান গণি, আবু সমা, মো. আরিফ ও হেলাল উদ্দিন। এতে এলাকার প্রায় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারী একটি কুচক্রীমহল দীর্ঘদিন যাবত ডলুখালের পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে খাল পাড়ের লোকজন আতংকের মধ্যে রয়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে তলিয়ে যেতে পারে বহু বসতঘর ও ফসলী জমি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোন প্রতিকার পাননি। অবৈধভাবে খালের পাড় কাটা বন্ধের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন