বাংলাধারা প্রতিবেদক »
অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম। মামলার আসামিরা হলেন- মো. জনি (৩৫), মো. জিসান (৩০), মো. আকরাম (৩৮), মো. সোহাগ (৩২)।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. মনির হোসেন বাদি হয়ে নগরের হালিশহর থানায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, গণমাধ্যমে খবর প্রকাশের পর পরিবেশ অধিদফতর কার্যালয়ের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এতে পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে মামলা দায়েরের সিদ্ধান্ত দেয় পরিবেশ অধিদফতর।
চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালক (মেট্রো) হিল্লোল বিশ্বাস বলেন, প্রায় এক মাস যাবৎ পুকুরের প্রায় ৪০ শতাংশ অংশ বালি দিয়ে ভরাট করা হয়েছে। যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধন, ২০১০) এর ধারা ৬ (ঙ) অনুযায়ী নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে।













