৯ নভেম্বর ২০২৫

অবৈধ কমিটির স্বেচ্ছাচারিতা চলছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি

জিয়াউল হক ইমন »

অন্যায়, অনিয়ম এবং স্বেচ্ছাচারিতায় চলছে চট্টগ্রাম নগরীর অভিজাত চান্দগাঁও আবাসিক এলাকা বি-ব্লক কল্যাণ সমিতি। অভিযোগ উঠেছে, জোরপূর্বক অবৈধ কমিটি দিয়ে চলছে বর্তমান কমিটি।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম জানান, সংগঠনটির বিরুদ্ধে অনিয়ম খুঁজে পাওয়া গেছে।

জানা গেছে, সমিতির বিধিমালা লংঘন করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি থাকার কথা থাকলে নিজেদের পছন্দের লোক দিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বর্তমান পরিষদ। এছাড়াও রেজিস্টার সংগঠন হিসেবে সমিতির এজিএমসহ সকল বিষয়াদি জেলা সমাজ সেবা অধিদপ্তরের অনুমোদন নেয়ার কথা থাকলেও তা নেয়া হয়নি। এ যাবত কোনো প্রকার অডিট রির্পোটও সমাজ সেবা অধিদপ্তরে জমা দেয়নি সমিতির নেতৃবৃন্দ।

সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম বলেন, তারা যেহেতু সমাজ সেবার অধিভূক্ত একটি সংগঠন, সেহেতু তাদের সব কার্যক্রম অনুমোদন নিতে হবে, অডিট রিপোর্ট জমা দিতে হবে এবং এজিএমসহ সব প্রকার মিটিংয়ের বিষয়েও সমাজ সেবা অধিদপ্তরকে অবহিত করতে হবে। কিন্তু তারা সমাজ সেবা অধিদপ্তর থেকে কোনো প্রকার অনুমোদন নেয়নি। ফলে বর্তমান কমিটি অফিসিয়ালি অবৈধ।

আরও জানা গেছে, সমিতির সদস্য জহির উদ্দিন বাবরের অভিযোগের ভিত্তিতে জেলা সমাজ সেবা অধিপ্তরের তদন্ত কমিটি উপরোক্ত অভিযোগের সত্যতা পেয়েছে বলে প্রতিবেদন দাখিল করলেও এখনও কোনো কার্যকরী পদক্ষেপ নেননি সমাজ সেবা অধিদপ্তর।

জহির উদ্দিন বাবর অভিযোগ করে বলেন, সমিতির নীতিমালা ভঙ্গ করে প্রতি প্লট ও প্লাটের বিপরীতে একাধিক সদস্য করে নির্বাচনে জেতার জন্য নিজেদের আখের গোছাতে কাজ করছে এই অবৈধ কমিটি। এছাড়া একাধিক সদস্যদের তালিকাও অবৈধ হবে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে উপ-পরিচালক বলেন, আমরা এসেছি, তাদের অনিয়মসহ যে সকল সমস্যা তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে সেগুলো সমাধান করে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কল্যাণ সমিতিকে সচল রাখার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব।

এ সময় সমিতির সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমসাইলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম আরও বলেন, আজ কিছু বিষয় আলোচনা করেছি। দীর্ঘদিনের অনিয়মগুলো নিয়মে পরিণত করতে কয়েকদফা বসবো। উভয় পক্ষের কথা শুনে সঠিক সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ