বাংলাধারা ডেস্ক »
নগরের বাকলিয়া থানার বউবাজার এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় ৬ বছর বয়সী ওমর ফারুক নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় নুরুল কোরআন ইসলামি একাডেমি মাদ্রাসার নুরানি বিভাগে পড়তো।
বুধবার (০১ জুন) সকাল ৯টা ৩৯ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির বাবা-মা পোশাক কারখানায় চাকরি করেন।
পুলিশ জানিয়েছেন, স্থানীয়রা জানিয়েছে অবৈধ ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ওই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
নিহত শিশুটির পরিবার জানিয়েছে, প্রতিদিনের মত মাদ্রাসা শেষে বাড়ি ফিরে সে খেলতে বের হয়রছিলো। রাস্তায় দৌড়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা এক ব্যাটারি চালিত রিকশায় ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পেলেই আমরা নিশ্চিত হতে পারবো শিশুটি কীভাবে মারা গেছে।













