২৪ অক্টোবর ২০২৫

অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

অবৈধ মৎস্য আহরণ রোধ ও বনজ সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সমুদ্র, উপকূলীয় এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী, কয়রা, রূপসা, শরণখোলা ও নলিয়ান কর্তৃক সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জেলেদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলেদের অবৈধভাবে দেশের জলসীমা অতিক্রম না করা, নিষিদ্ধ জাল ব্যবহার না করা, অবৈধ মৎস্য আহরণ থেকে বিরত থাকা, বনজ সম্পদ সংরক্ষণ এবং নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তা বজায় রাখাসহ নানাবিধ বিষয়ে সচেতন করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন