১৭ ডিসেম্বর ২০২৫

‘অবৈধ সম্পদ’ অর্জন, সন্দ্বীপ সাবরেজিস্ট্রি অফিস সহকারী বরখাস্ত

বাংলাধারা ডেস্ক »

সরকারি কর্মচারী আচরণবিধি ভঙ্গ করে সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামের সন্দ্বীপ সাবরেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মাহফুজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী আচরণবিধি ১৯৭৯ এর ১১ নম্বর বিধি ভঙ্গ করে ‘অসদাচরণের’ অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (১৭ মে) তাকে বহিস্কারের আদেশ দিয়ে চিঠি ইস্যু করা হয়।

চিঠিতে বলা হয়েছে, জনৈক আব্দুর রহিমের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলীর সাব রেজিস্টার আনিছুর রহমানকে তদন্ত করার দায়িত্ব দিলে তিনি তদন্তপূর্বক যে প্রতিবেদন জমা দেন। তাতে মাহফুজুর রহমানের বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন করে সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

আদেশে বলা হয়েছে, মাহফুজুর রহমান তথ্য গোপন করে তার স্ত্রীর নামে পাঁচটি জায়গা ক্রয় করেছেন।

চাকরিবিধি অনুযায়ী, স্ত্রীসহ তার পরিবারের সদস্য এবং তার নামে সম্পদ ক্রয়ের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তদন্তকালে এসব জমি ক্রয়ে কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার কোন প্রমাণ তিনি দেখাতে পারেননি। এসব অভিযোগে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে (মামলা নম্বর ০১/২০২২)।

চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে মাহফুজুর রহমানের বক্তব্য জানতে তাকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠিয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলেও তিনি তা দেখেও সাড়া দেননি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ