২৫ অক্টোবর ২০২৫

অবৈধ সম্পদ: বন্দর কর্মকর্তার স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

বাংলাধারা প্রতিবেদক »

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন মামলায় বন্দরের সাবেক মাস্টার অপারেটর জসিম উদ্দিনের স্ত্রী কোহিনূর বেগমকে ৫ বছরের কারাদণ্ড, ৬ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। এ সময় কোহিনূর বেগম কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দুদক পিপি মাহমুদুল হক বলেন, দুদক আইনের দুটি ধারায় দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করায় কোহিনুর বেগমকে আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। তবে একটি ধারায় চার বছর এবং অপর একটি ধারায় এক বছর করে মোট পাঁচ বছর সাজা দেওয়া হয়। দুই ধারার সাজা এক সাথে চলবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। ৯ জনের সাক্ষ্য শেষে আদলত এ রায় দেন।

২০০৯ সালের ১০ জুলাই কোহিনূর বেগমের বিরুদ্ধে দুদক চট্টগ্রাম কার্যালয় দুর্নীতি মামলা দায়ের করে। তার বিরুদ্ধে ২০ লাখ ৬৩ হাজার ২২৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি কোহিনুর বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। ২০১২ সালের ১০ সেপ্টেম্বর চার্জশিট আমলে নিয়ে তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

আরও পড়ুন