২৯ অক্টোবর ২০২৫

অভিনেতা আবদুল কাদের আর নেই

বাংলাধারা প্রতিবেদন »  

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা সেরে আবদুল কাদেরের মরদেহ মিরপুর ডিওএইচএসের বাসায় নেওয়া হবে। তার জানাজা ও দাফনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি জেমি।

আবদুল কাদেরের বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

ক্যান্সারের চিকিৎসা শেষে ভারতের চেন্নাই থেকে রোববার আবদুল কাদেরকে নিয়ে দেশে ফেরেন স্বজনরা। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন