২৪ অক্টোবর ২০২৫

অভিনেতা শাহীনূর সরোয়ার আর নেই

বাংলাধারা প্রতিবেদক »

মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের একনিষ্ঠ অভিনেতা শাহীনূর সরোয়ার আর নেই।

মঙ্গলবার বিকালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।

প্রতিনিধি নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার খাগড়াছড়িতে সিনেমার শ্যুটিং করার সময় অসুস্থ বোধ করলে তাঁকে সহকর্মীরা বিকাল ৪টায় খাগড়াছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী, দুই কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য ভক্ত-অনুরক্ত রেখে গেছেন। তিনি প্রতিনিধি নাট‍্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাকালীন সদস‍্য।

আজ বুধবার (১৬ নভেম্বর) বাদ জোহর নগরীর শেরশাহ ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আরও পড়ুন