২৮ অক্টোবর ২০২৫

অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব ভক্তের

বিনোদন ডেস্ক »

সামাজিক মাধ্যমে আবেদনময়ী ছবি ও ভিডিও প্রকাশ করা তারকাদের জন্য নতুন কিছু নয়। অনেকেই নিজের লাস্যময়ী রূপ তুলে ধরেন নেট দুনিয়ায়। এবার একই কাজ করে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সামাজিক মাধ্যমে ভিড প্রকাশ করে পেলেন বিয়ের প্রস্তাব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভেজা চুল, কানের ঝুমকো, হাতের চুড়ি, চোখের ইশারা, হাসির ফাঁদ— সব মিলিয়ে বসন্তে চূড়ান্ত রোম্যান্টিক। এরকম একটি ভিডিও ভাগ করে নায়িকার দাবি, কিছুক্ষণ পরে মুছেও দিতে পারেন। ততক্ষণে তার রূপের নেশা ছড়িয়ে গিয়েছেন অনুরাগীদের চোখে।ফলস্বরূপ সবার অনুরোধ, দয়া করে মুছবেন না! থাকুক এই অপার সৌন্দর্য।

এদিকে এমন ম্রুণালের এমন সৌন্দর্যে পাগল হয়েছেন এক অনুরাগী। তাকে নিজের করে পাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। দিয়েছেন বিয়ের প্রস্তাব। ওই ভক্ত সরাসরি বিয়ের প্রস্তাবই দিয়েছেন তাকে। মন্তব্যটি এড়িয়ে যাননি অভিনেত্রী। তিনি উত্তরে লিখেছেন, ‘আমার সম্বন্ধ পাকা।’

এতেও দমে যাননি ওই অনুরাগী। দিয়েছেন পাল্টা উত্তর। তিনি লিখেছেন, ‘আমার তরফ থেকে না!’ তারকা ও ভক্তের এমন কথোপকথন হাসির খোরাক জুগিয়েছেন নেটাগরিকদের। বিশেষ করে ভক্তের শেষ উত্তর শুনে হাসি আটকে রাখতে পারেননি কেউ।

আরও পড়ুন