২৩ অক্টোবর ২০২৫

অভিনেত্রী তটিনী চট্টগ্রামে আহত

বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের একটি লোকেশনে নাটকের শুটিং করার সময় লাইটস্ট্যান্ড পড়ে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

ঘটনার সময় তিনি চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলোতে নির্মাতা হাসিব হোসাইন রাখির নতুন নাটক ‘মন মঞ্জিলে’-এর শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সহশিল্পী তৌসিফ মাহবুবের সঙ্গে। দুর্ঘটনার পর দ্রুত তাকে নিকটস্থ ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।

তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাতে তিনি জানান, “মাথায় আঘাত গুরুতর হওয়ায় তটিনীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত তার কথা বলা নিষেধ।”

তটিনী মিডিয়ায় যাত্রা শুরু করেন বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ছোট পর্দার নাটকে কাজ করে দ্রুতই দর্শকপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে:
‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’ প্রভৃতি।

তটিনীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী এবং ভক্তরা।

এআরই/বাংলাধারা

 

আরও পড়ুন