লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় লম্বা শিয়া পাহাড়ের মুখ এলাকায় সংরক্ষিত বন বিভাগের জায়গায় শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালি উত্তোলন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, পাহাড় কেটে ছড়া থেকে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। কয়েকজন শ্রমিক বালু উত্তোলনে কাজ করছেন। তবে কারা তাদের কাজে নিয়োজিত করেছেন তা বলতে চাননি শ্রমিকরা। ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে আশপাশের এলাকায় ভাঙন ধরেছে। সৃষ্টি হয়েছে গর্ত। বিপন্ন হয়ে পড়েছে সামাজিক পরিবেশ। হুমকির মধ্যে রয়েছে জীববৈচিত্র্য।

স্থানীয়রা জানান, বালু উত্তোলনকারীরা রাজনৈতিকভাবে প্রভাশালী। বন বিভাগের জায়গায় বালু উত্তোলন করায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় হাতির দল নিয়মিত বিচরণ করে। কয়েক মাস আগে একটি হাতি এই গর্তে পড়ে মারাও গেছে। কিন্তু বনবিভাগ এখনো নীরব ।
তারা আরও জানান, বেশ কয়েকদিন আগে অভিযানে বিপুল পরিমাণ বালু জব্দ করা হলেও আবার শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে তারা।

এ বিষয়ে জানতে চাইলে চুনতি রেঞ্জাধীন সাতগড় বনবিট কর্মকর্তা শাহ আলম হাওলাদার বাংলাধারাকে বলেন, ‘আমি অসুস্থ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছি। বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’













