বাংলাধারা ডেস্ক >>>
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) সকালে চান্দগাঁও থানার ওমর আলী মাতাব্বুর রোড থেকে ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. আশিক (১৯) ও মো. মামুন (২০)।
এ সময় তাদের কাছ থেকে দুইটি ধারাল টিপ ছোরা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কয়েকজন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি জানান, গ্রেফতার দুইজনসহ চারজনের নাম উল্লেখ করে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













