বোয়ালখালী প্রতিনিধি »
চট্টগ্রামের বোয়ালখালীতে সান্ সাইন একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) সকালে পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে পৌর প্যানেল মেয়র শেখ আরিফ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নেে রাত দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই অর্থ অভাবে যেন কোন শিক্ষার্থী ঝরে না পড়ে। এ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন মেয়র জহুর।
শিক্ষক সজীব নাথের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র রেবেকা সুলতানা মণি, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া, প্রধান শিক্ষক শামশুন নাহার,প্রতিষ্টানের পরিচালক মো. সোহেল, জাহাঙ্গীর আলম, হাফেজ মো. খোরশেদ, মো. মহিউদ্দিন, মো. নেজাম উদ্দিন, নান্টু দাশ, মো. খোরশেদ তালুকদার, শাহরিয়ার রিপন,সানজিদ হোসেন, এনামুল হক, মো. এসককান্দর ও মো. ইউছুপ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।













