বাংলাধারা ডেস্ক »
শুরু হচ্ছে ঢাকায় অষ্টম রেডিও এশিয়া কনফারেন্স ও রেডিও সং ফেস্টিভ্যাল আজ মঙ্গলবার (২৯ অক্টোবর)। তিন দিনের এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘রেডিও অল অ্যারাউন্ড আস: মোর দ্যান জাস্ট আ মিডিয়াম’।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সকাল ১০টায় পর্দা উঠবে এই আসরের। বাংলাদেশ বেতার ও বাংলাদেশের টেলিভিশনের সহায়তায় এশীয় প্রশান্ত অঞ্চলের বেতার ও টেলিভিশন সংস্থাগুলোর সম্মিলিত সংগঠন এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন (এবিইউ) এই সম্মেলন আয়োজন করেছে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের ৬৩ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এই সম্মেলনে।
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেন, এই প্রথমবারের মতো বাংলাদেশে এবিইউ রেডিও এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষজ্ঞরা এমন একটি দেশকে দেখতে পাবেন যে দেশ আজ ডিজিটাল রূপান্তরের সব চ্যালেঞ্জ গ্রহণ করে একটি মাল্টিমিডিয়া ও মাল্টিপ্ল্যাটফর্ম সমৃদ্ধ তথ্য জগত বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে তথ্যসচিব আবদুল মালেক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এএ













