বাংলাধারা প্রতিবেদন »
‘নিজ কর্মে স্বাধীন হই’ স্লোগানকে সামনে রেখে করোনাকালীন সময়ে অসহায় ও কিডনি ক্যান্সার জনিত কর্মহীন পরিবারকে ব্যবসায়িক ভাবে সচল করতে ব্যবসায়িক পন্য উপহার দিয়েছে ‘বাঙ্গালা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে (গাজীপুর) জনমানুষের অর্থ সহায়তায় নেয়া এ উদ্যোগে শামিল ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদ শরীফ ও পরিচালকবৃন্দ।
প্রতিষ্ঠাতা শাহাদ শরীফ জানান, বাঙ্গালা কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রকল্পগুলো জনমানুষের অর্থায়ন দ্বারাই পরিচালিত হয়। প্রকল্প গুলো হলো- ১. Self reliant project 2. Save earth project ৩. Islamic Education Aid project ৪. food for Orphanage ৫. cloth distribution for distressed children.
তিনি আরও জানান, দেশের সামর্থ্যবান মানুষ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ভাবেও যদি এমন উদ্যোগগুলোতে তার নিজ ইচ্ছায় এগিয়ে আসে তাহলে আমরা এই দেশকে দারিদ্র্য কবলের হাত থেকে একদিন রক্ষা করতে পারি। তাই প্রতিষ্ঠানের সকল পরিচালক দেশ ও জাতির কাছে দোয়া প্রার্থী।
বাংলাধারা/এফএস/ইরা













