খাগড়াছড়ি প্রতিনিধি »
সারা দেশে কনকনে শীত, ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যােগে শতাধিক শীর্তাত অসহায় মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ পরাগ দে।
শনিবার (৯জানুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন জয়নাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য আওয়ামীলীগ নেতা হিরন জয় এিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা:পরাগ দে প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা: পরাগ দে বলেন, এই ফাউন্ডেশন মানবতার কল্যাণে সব সময় অসহায় মানুষের জন্য কাজ করবে। গত বছর এই ফাউন্ডেশন মাটিরাঙ্গা উপজেলা পরিষদে অসহায় ও মুক্তিযোদ্ধাদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রোগীদের বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। এবার আমরা উপজেলার শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছি। আগামীতে অসহায় মানুষের জন্য আরো বড় পরিসরে শীতবস্ত্র বিতরণ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃওি ব্যবস্হা করা হবে বলে জানান তিনি।
সভাপতির বক্ত্যেয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন,আমরা মাটিরাঙ্গা উপজেলায় শীর্তাতদের মাঝে অনেক কম্বল বিতরণ করেছি। আমাদের সকলেরই উচিত যার যার অবস্থান থেকে শীতার্ত ও দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বীর মুক্তিযোদ্ধা মাষ্টার পরিমল দে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।
বাংলাধারা/এফএস/এআর













