২৮ অক্টোবর ২০২৫

অসহায় ও প্রতিবন্ধীদের ঈদ উপহার দিল ‘খেলাঘর কানাডা’

বাংলাধারা প্রতিবেদন »  

মন বাড়িয়ে পাশে থাকার আহবান জানিয়ে দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী ৮৫ পরিবারের মধ্যে ঈদের উপহারস্বরূপ কিছু খাদ্যসামগ্রী প্রদান করেছে শিশু সংগঠন ‘খেলাঘর কানাডা’।

শুক্রবার (২২ মে) চন্দ্রঘোনাস্থ ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন চম্পাকুঁড়ি খেলাঘর আসর কার্যালয়ে যথাযথভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবারগুলোর মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

খেলাঘর কানাডার উদ্যোক্তা জামিল বিন খলিলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সহ-সম্পাদক মীর জিল্লুর রহমান, অর্ণব মল্লিক, দপ্তর সম্পাদক মেহেরাজ হোসেন, কেপিএম এর কর্মকর্তা প্রকৌশলী কামাল হোসেন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশারফ হোসেনসহ সংগঠনের সদস্যগণ।

উপহার সামগ্রী হাতে পেয়ে অনেকের চোখে মুখে আনন্দের হাসি ফোটে এবং তারা খেলাঘর কানাডা এবং চম্পাকুঁড়ি খেলাঘর আসরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা।

এ বিষয়ে জানতে চাইলে কানাডায় অবস্থানরত খেলাঘর কানাডার আহবায়ক জামিল বিন খলিল জানান, কানাডায় অবস্থান করলেও চন্দ্রঘোনা এবং চম্পাকুঁড়ি খেলাঘর আসরের কথা প্রতিনিয়ত তিনি স্মরণ করেন। তিনি আরো জানান, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের সাথে তার পরম আত্মীয়তা। দেশের বাইরে থাকলেও এই চম্পাকুঁড়ির সাথে আমার আত্মার সম্পর্ক।

খেলাঘর কানাডা’র সদস্য সচিব শাপলা শালুক এই উদ্যোগের প্রতিটি পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা ও সমন্বয়ের জন্য চম্পাকুঁড়ি খেলাঘর আসরের প্রতিটি সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন। চন্দ্রঘোনায় বসবাসরত চম্পাকুঁড়ি খেলাঘর আসরের আওতাধীন কিছু পরিবারে সামান্য কিছু উপহার সামগ্রী দিতে পেরে খুব ভালো লাগছে বলে জানান। শাপলা শালুক এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখায় খেলাঘর কানাডা’র অন্যতম সংগঠক ফরিদা হকের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন