মিরসরাই প্রতিনিধি »
জনসমাগম এড়াতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে মিরসরাই পৌরসভার কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিলেন সাবেক ছাত্রনেতা ও মিরসরাই পৌর বাজারের ব্যবসায়ী অভি রায়।
রোববার (৫ এপ্রিল) দিনব্যাপি একটি ভ্যান গাড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে মিরসরাই পৌরসভার ১, ২ ও সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রায় ২০০ দুস্থ-অসহায় পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
উপজেলার ৩টি ওয়ার্ডে প্রায় ২শ পরিবারের মাঝে ৬ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১টি করে সাবান দেওয়া হয়েছে।
মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী অভি রায়ের স্বর্গীয় পিতা কান্তি লাল রায়ের স্বরণে ও বড় বোন তাপসী রায় (ইউএসএ) সৌজন্যে সমাজের খেটে খাওয়া কর্মহীন অসহায় মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়েছে।
অভি রায় জানান, বিশ্বব্যাপী চলা মহামারিতে অন্ন সংস্থান করা অনেকের জন্য কষ্টদায়ক হয়ে গেছে। এরই প্রেক্ষিতে আমার নিজগ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য হয়ে গেছে। ধর্ম-বর্ণ নির্বেশেষে আমাদের পরিবারের সামর্থ্যের মধ্যে ক্ষুদ্র পরিসরে প্রায় ২০০ পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













