পটিয়া প্রতিনিধি »
জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি-ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে এবং আপনারা সবাই সমান অধিকার নিয়েই বসবাস করবেন।
তিনি আজ পটিয়ার মুজাফ্ফরাবাদে সার্বজনীন শ্রী শ্রী স্বসরস্বতীপূজা উপলক্ষে আয়োজিত মহতী ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শুক্রবার বিকালে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মসভায় উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জয় প্রকাশ দত্ত, কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান এস.এম.ইনজামুল হক জসিম, নাছির উদ্দিন, অরুপ সেন, কাজল কর, বিপ্লব সেন, অমর নন্দী, কুঠিশ্বর সেন প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













