৮ নভেম্বর ২০২৫

অসুস্থ আওয়ামী লীগ নেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন যুবলীগ নেতা এলিট

বাংলাধারা ডেস্ক »

হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশাহী প্রবীণ আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ। কিছুদিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় হাসপাতালে নিয়ে গেলে হার্টে রিং পরানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে পর্যাপ্ত অর্থ না থাকার কারণে তিনি চিকিৎসকের সেই পরামর্শ বাস্তবায়ন করতে পারছিলেন না। পরে এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান অনেক নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে অসুস্থতার খবর পেয়ে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

অসুস্থ দীন মোহাম্মদ বলেন, ‘অসুস্থ হওয়ার পর দলের অনেকের কাছেই সাহায্য চেয়েছি। আমার পরিবারও অনেকের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কেউ এগিয়ে আসেনি। পরে আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে ছুটে আসে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।’

এলিটের প্রশংসা করে তিনি বলেন, ‘এলিট আমাকে দেখতে এসেছে। আমি অনেক খুশী হয়েছি। দীর্ঘদিন ধরে সে মিরসরাইয়ে অবহেলিত, ত্যাগী সাবেক ও বর্তমান ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে। সব সময় তাদের খোঁজ খবর নিচ্ছে। আমি তার সফলতা কামনা করছি।’

শনিবার (৮ এপ্রিল) আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদের বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন এলিট এবং চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। এ সময় প্রাথমিকভাবে চিকিৎসার জন্য দী মোহাম্মদের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।

নিয়াজ মোর্শদ এলিট বলেন, ‘আমি দেশের বাইরে থাকা অবস্থায় জানতে পারি, মিরসরাইয়ের আওয়ামী রাজনীতির দুঃসময়ের নেতা দীন মোহাম্মদ ভাই অসুস্থ। আমার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে প্রথমেই তাকে দেখতে যাই। দীন মোহাম্মদ ভাইদের মতো ত্যাগী নেতাদের ত্যাগের বিনিময় আজকের আওয়ামী লীগ দাঁড়িয়ে আছে এবং ওনারাই দলের মূল শক্তি ও ভিত্তি। অথচ আমরা ওনাদের যথাযথ মূল্যায়ন করতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার চিকিৎসার খরচের দায়িত্ব আমি নেব। এছাড়া ওনার এবং পরিবারের যেকোনো সহযোগিতায় আমি এগিয়ে আসবো।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীসহ মিরসরাই উপজেলা এবং চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য, দীন মোহাম্মদ তিনবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি ছিলেন দক্ষ সামাজিক সংগঠকও। সামাজিক সংগঠন মিতালী ক্লাবের অন্যতম উদ্যোক্তা তিনি।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ