৮ ডিসেম্বর ২০২৫

অসুস্থ বন্ধু নয়ুর উদ্দিনকে দেখতে আবুধাবি ছুটে গেলেন রাশেদ

আশিক এলাহী, রাঙ্গুনিয়া »

মুহাম্মদ নয়ুর উদ্দিন। একজন রেমিট্যান্স যোদ্ধা, আবুধাবি প্রবাসী। হার্ট ব্লক হয়ে হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হন আবুধাবির বারজিল হাসপাতালে। দীর্ঘ ১৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সোমবার রাতে অপারেশন সম্পন্ন হয় এই রেমিট্যান্স যোদ্ধার। এদিকে এই রেমিট্যান্স যোদ্ধা নয়ুর উদ্দিনকে দেখতে সুদূর বাংলাদেশ থেকে আবুধাবি ছুটে গেলেন শৈশবের বন্ধু এমরুল করিম রাশেদ।

গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) আবুধাবি শহরে পৌঁছলে নয়ুর উদ্দীনকে দেখতে ছুটে যান রাশেদ। হাসপাতালে বেডে শুয়ে রাশেদকে অপলক তাকিয়ে আছেন নয়ুর উদ্দিন। আবেগের বাধ ভেঙে দু’জনের চোখের জল টলমল করছে। রাশেদের সাথে কথা হয় নয়ুর উদ্দিনের।

এমরুল করিম রাশেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সামাজিক সংগঠন আঞ্জুমান-এ ছওয়াদে আযম’র সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। বন্ধু নয়ুর উদ্দিনের এলাকার হাজী বাড়ির সন্তান এমরুল করিম রাশেদ।

গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বন্ধু নয়ুর উদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন রাশেদ। হাসপাতালে দেখতে যাওয়া তিনটি ছবি দিয়ে স্ট্যাটাসে লিখেন, ‘আবুধাবি BURJEEL HOSPITAL এ চিকিৎসাধীন শৈশব-কৈশোরের খেলার সাথী বন্ধু নঈর উদ্দীনকে দেখতে গেলাম। প্রবাসে ও দেশের সবার কাছে সে দোয়া চেয়েছে যাতে সে দ্রুত আরোগ্য লাভ করে। মহান আল্লাহ পাক তাকে শেফা এ আজেলা কামেলা দান করুন, আমিন।’ বন্ধু নয়ুর উদ্দিনের চিকিৎসা ও পরিবারকে সহযোগিতার আশ্বাসও তিনি।

এর আগে অসুস্থ মুহাম্মদ নয়ুর উদ্দিন বিদেশ ফেরত হয়ে প্রায় ৫ বছর পর আবার আবুধাবিতে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি করেন তিনি। হঠাৎ, অসুস্থ হয়ে পড়লে আবুধাবির বারজিল হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, তার হার্ট ব্লক হয়েছে। অপারেশন জরুরি, তাই দীর্ঘ ১৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অপারেশন হয় সোমবার (২২ জানুয়ারি) রাতে।

নয়ুর উদ্দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া টুনি বাড়ি (খন্দকার বাড়ি) এলাকার তফজ্জল আহমদের ছেলে। তার ১০ বছর বয়সী এক পুত্র সন্তান, ৮ বছর বয়সী ও ৫ বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

আরও পড়ুন