চট্টগ্রামের মিরসরাইয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের পাশে দাঁড়িয়েছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা মঘাদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তার চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এ সময় আর্থিক অনুদান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুন নবী করিম বাবলু, সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ওমর ফারুক, সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সাবেক ছাত্রদল নেতা সোহেল হাসান, মঘাদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মন্নান, সদস্য সচিব আব্দুল কাইয়ুম, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম, ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ।
আর্থিক সহযোগিতা পেয়ে অসুস্থ সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “পায়ের রক্তনালীতে ব্লক ধরা পড়েছে, যার কারণে পায়ে রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে গেছে। চিকিৎসার জন্য বিশাল অর্থের প্রয়োজন। ডাক্তার জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না করালে এটি ক্যান্সারে রূপ নিতে পারে। আমার অসুস্থতার খবর শুনে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম যে সহযোগিতা করেছে, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার চিকিৎসা ব্যয় অনেক বেশি, তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।