৯ নভেম্বর ২০২৫

অসুস্থ হয়ে ঢাকায় নেওয়া হলো ইঞ্জিনিয়ার মোশাররফ, অবস্থার উন্নতি

আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৬ ফেব্রুয়ারি তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পাঠানো হয়।

কোথায় রাখা হয়েছে, নিশ্চিত নয় কেউ

ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়া হলেও তিনি বর্তমানে কারাগারে আছেন নাকি হাসপাতালে ভর্তি রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল জানিয়েছেন, “তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে, কিন্তু সেখানে চিকিৎসার জন্য কোথায় রাখা হয়েছে, তা ঢাকার কারা কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।”

নানা শারীরিক সমস্যায় ভুগছেন

প্রায় ৮২ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া, হৃদরোগ, থাইরয়েড জটিলতা, নিউরোলজিক্যাল সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক পরীক্ষার পর তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, “তিনি নানা রোগে আক্রান্ত হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে কিছু পরীক্ষার জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল, যা চট্টগ্রামে সম্ভব হয়নি। এজন্য তাকে বিএসএমএমইউতে রেফার করা হয়েছে।”

আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন আইনজীবীরা

ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ঢাকায় একটি এবং চট্টগ্রামে আটটি মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার আইনজীবী মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক জানান, “ঢাকার মামলায় জামিন আবেদন উচ্চ আদালতে বিচারাধীন। চট্টগ্রামের মামলাগুলোর জামিন আবেদন ম্যাজিস্ট্রেট আদালতে নামঞ্জুর হয়েছে, তাই আমরা জজ কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ