অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
অস্তিত্বের শূন্যতা
অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
আরও পড়ুন
মিরসরাইয়ে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত
আনোয়ারায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থী
মেয়র শাহাদাতের পদত্যাগ চায় এনসিপি
৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
এ সম্পর্কিত আরও
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ
চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ সিলেকশন ক্যাম্প সম্পন্ন
সোনার দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৬৭০ টাকা বাড়ল
নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
সর্বশেষ
মিরসরাইয়ে লরির ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত
আনোয়ারায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এনসিপি ও খেলাফত মজলিসের প্রার্থী
মেয়র শাহাদাতের পদত্যাগ চায় এনসিপি
৫৯ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
‘অনলাইন জুয়া’ কেড়ে নিল যুবকের প্রাণ