অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
অস্তিত্বের শূন্যতা
অনেক শব্দ জমে ছিল
নিঃশ্বাসের ভেতরে,
কিন্তু আমার শোনার মানুষ—
শোনার অস্তিত্ব হারিয়ে গেছে।
শব্দগুলো হয়ে গেছে অনাথ,
হারিয়ে গেছে এক অজানা
অস্তিত্বের শূন্যতায়।
যে শব্দগুলো একসময় আলো জ্বালাত,
সান্ত্বনা দিত,
আজ সেগুলো রূহের ভেতর
বিষের মতো পুঞ্জীভূত।
সেই শব্দগুলো এখন যেন
আস্ত একটি ক্যান্সার সংক্রমণ—
যা ছড়িয়ে পড়ছে প্রাপ্তি আর অপ্রাপ্তির
প্রতিটি শিরায়।
তীব্র ব্যথার মতো,
শিরশিরে দহন হয়ে,
স্মৃতির গহীনে ছুটে চলা
শতকোটি মুহূর্তের বাহনে।
অস্থির বিভ্রম ঘোর কেটে গেলে
হঠাৎ আবিষ্কার হলো—
সব শব্দ এসে আশ্রয় নিয়েছে
বিদায়ী কফিনের ভেতর।
সেই কফিনেই বন্দী থাকুক
সব শব্দ,
সব অব্যক্ত অভিমান,
সব নীরব আর্তনাদ।
সেই কফিনেই থাকুক হারিয়ে যাওয়া
অস্তিত্বের শেষ স্পর্শ,
শেষবারের মতো নিঃশ্বাস ফেলে যাওয়া
একটি চিহ্ন হয়ে।
এফিটাফের শিলালিপিতে খোদাই হোক
যন্ত্রণার সাতকাহন,
দগ্ধ হৃদয়ের অগ্নিপাতের ইতিহাস।
লিপিবদ্ধ থাকুক হারিয়ে যাওয়া শব্দের গল্প,
শেষ লাইন হয়ে
কোনো এক অসমাপ্ত উপন্যাসে।
যেখানে পাঠক আর নেই,
তবু কাগজের ভাঁজে লেগে থাকে
রক্তাক্ত কালির দাগ।
যেখানে উচ্চারিত শব্দ নেই,
তবু প্রতিধ্বনির মতো বাজে
নীরবতার দীর্ঘশ্বাস।
হয়তো এই নীরব কফিনটাই
হবে অস্তিত্বহীনতার একমাত্র প্রমাণ,
আর শব্দেরা চিরতরে ঘুমিয়ে পড়েছে—
অবহেলিত,
অশ্রুত,
অমর হয়ে।
আরও পড়ুন
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় চালক নিহত
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ
সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি
কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১
এ সম্পর্কিত আরও
৩ দিন পর স্বল্পকথায় মুখ খুললেন খালেদা জিয়া
হলমার্ক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত এমডি তানভীর মাহমুদ আর নেই
আলীকদমে যৌথ অভিযানে ইয়াবাসহ প্রেসক্লাব সভাপতির ভাই আটক
ট্রেনের সাথে মোটরসাইকেলের ধাক্কা: আনোয়ারার জফির উদ্দীনের মৃত্যু
সর্বশেষ
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় চালক নিহত
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ
সিএমপির ১৬ থানার ওসি একযোগে বদলি
কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার ১
রাউজান-৬ আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী