লোহাগাড়া প্রতিনিধি »
লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মে) বিকেলে উপজেলার বটতলী স্টেশনে অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় বটতলী স্টেশনের ইনসাফ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং মাহি ফুডসকে ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
ইউএনও শরীফ উল্যাহ বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সরক্ষণের অপরাধে ইনসাফ রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মাহি ফুডসকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।













