দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ লাড্ডু ও শনপাপড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করার দায়ে কবির হোসেন (৩৮) নামের এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ছদাহার দস্তিদার হাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে অনুমোদন না নিয়ে খাদ্য তৈরি করছে এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দস্তিদার হাটে একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে নোংরা পরিবেশে লাড্ডু ও শনপাপড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করার দায়ে কবির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।