৪ নভেম্বর ২০২৫

‘অ’ এর সাথে আড়ি: সৈয়দ আশরাফ

সুখ
তেল চিটচিটে বালিশে এক ঘুমে রাত পার
অনিশ্চয়তা নিয়ে পাথর সকাল।

সুখ
পিচগলা তপ্ত রোদ, ক্লান্ত শরীর
হঠাৎ এক টুকরো মেঘের “ক্ষনিকালয়”।

সুখ
ইট পাথরের শহরে
অপরিচিত কেউ তবুও পরিচিত, হয়তো?

সুখ
তর্কের মাঝে
এক কাপ চা আর ঝালমুড়ি।

সুখ
অলস বিকেল তোমার খোলা চুল
হঠাৎ আগন্তুক আশার হাতছানি।

সুখ
নদী তীরে সূর্য স্নান
তোমার মলিন মুখখানি,অস্তমিত।

সুখ
অসুখের ‘অ’ এর সাথে আড়ি
তুমি নিরুদেশ হও, এই প্রার্থনা!

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ