৮ ডিসেম্বর ২০২৫

আইআইইউসিকে ১০ লাখ টাকা জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের করা আইন অমান্য করায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) কে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। এছাড়াও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকেও ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। বাংলাদেশ বার কাউন্সিল এই টাকা পরিশোধ করবে।

জানা যায়, এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করে প্রতিষ্ঠান দুটি।

ইউনিভার্সিটির পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগে একই অভিযোগে বেসরকারি সিটি ও সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন