৬ নভেম্বর ২০২৫

‘আইআইইউসি ফার্মা’র ইফতার সামগ্রী পেল ৯৫ দরিদ্র পরিবার

বাংলাধারা ডেস্ক »

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগং’র সেন্ট্রাল ফিল্ডে ‘আইআইইউসি ফার্মা’ আয়োজিত হয় প্রজেক্ট ‘রমাদান আনন্দ বাজার’।বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি ও আশেপাশের বেশ কিছু পরিবারসহ মোট ৯৫টি পরিবারের মাঝে সোমবার (৩ এপ্রিল) ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়েরর পাশে অবস্থিত একটি এতিমখানায়ও প্রায় ১ মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলা, আলু, চিনি, পেয়াজ, সেমাই, নুডুলস্, মটরের ডাল, লবণ, মসুরের ডাল, তেল, চাল ইত্যাদি।

মূলত বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ২৮তম ব্যাচের সার্বিক সহোযোগিতায় প্রজেক্টটি পরিচালিত ও সম্পন্ন হয়। এর আগে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে প্রজেক্ট রমাদান আনন্দ বাজার উদ্ভোদিত হয়।

‘প্রজেক্ট রমাদান আনন্দ বাজার’র উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টান্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রক্টর ইফতেখার উদ্দিন, এমডিপি সেকশনের ডিরেক্টর মোহাম্মদ আমীন নদভী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ফার্মা ক্লাবের প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন, জিএস শাহেদুল ইসলাম আনান, লেকচারার মাসুদ মোরশেদ, এসিস্ট্যান্ট প্রফেসর কাজী আশফাক ও ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ।

শিক্ষার্থীদের মধ্যে উল্লেখ যোগ্য ভুমিকা রাখে রবিন আনোয়ার, মেহরাজুল কবির, রাহাত, মঈনুল, রিয়াজ, ফাহিম, সিফাত, হুজাইফা, মিনহাজ, সাকিব, রাফি, শাহরিয়ারসহ অন্যান্য শিক্ষার্থীরা।

প্রজেক্টের সম্পূর্ণ সহোযোগিতায় ছিলেন ‘প্রজেক্ট রমাদান আনন্দ বাজার’র আহ্বায়ক জাহিদুল আলম সজীবসহ ফার্মেসি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ