বাংলাধারা ডেস্ক »
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অন্যতম অঞ্চল ভিত্তিক সংগঠন সাতকানিয়া-লোহাগাড়ার শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ‘আইআইইউসি সাতকানিয়া-লোহাগাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’র কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আগামী এক বছরের জন্য এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে শহিদুল ইসলাম সাকিবকে সভাপতি ও মিশকাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্যের কার্যকরী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।
কমিটির নব-নির্বাচিত সভাপতি শহিদুল ইসলাম সাকিব এমবিএ ২য় সেমিস্টারে অধ্যায়নরত আছে এবং কলেজ থেকেই বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের সাথে জড়িত। অপরদিকে সেক্রেটারি মিশকাতুল ইসলাম ব্যবসায় অনুষদের ফাইনাল বর্ষের শিক্ষার্থী।













