বাংলাধারা স্পোর্টস »
‘ব্ল্যাক লিভস ম্যাটার’ নিয়ে প্রতিবাদ কী হারিয়ে গেলো? ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এ নিয়ে প্রতিবাদে সরব ছিল দুই দল। কৃষ্ণাঙ্গদের ওপর অত্যাচার বন্ধে মাঠে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানিয়েছিলেন দুই দলের খেলোয়াড়েরা। এরপর পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজ হয়েছে সেখানেও দেখা মিলেনি প্রতিবাদের। আইপিএল গড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং দুবাই এর মাঠে। এ টুর্নামেন্টে ‘ব্ল্যাক লিভস ম্যাটার’ নিয়ে কেউ কিছুই বলেনি। বিষয়টা মোটেও ভালো লাগেনি জেসন হোল্ডারের।
হোল্ডার বলেন, ‘আমাদের পর পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সফর যেভাবে চলেছে তা দেখে ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। তারা কিন্তু সংহতি প্রকাশ করেনি। এটা অনেক কঠিন পথ। দ্রুতই সব ঠিক করা যাবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সব মানুষই সমান—এ ব্যাপারে আমাদের সবার একাত্মতা প্রকাশ করতে হবে।‘
ক্রিকেট রাইটার্স ক্লাব (সিডব্লিউসি) পিটার স্মিথ অ্যাওয়ার্ডে এ নিয়ে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। হোল্ডার এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল জনসাধারণের সামনে ক্রিকেটের দুর্দান্ত উপস্থাপনের জন্য এ পুরস্কার পেয়েছেন। সেখানে কথা বলতে গিয়ে হোল্ডার বুঝিয়ে দেন, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আন্তর্জাতিক দলগুলোর মধ্যে এবং আইপিএলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদ অব্যাহত না থাকাটা তাঁর ভালো লাগেনি।
জনপ্রিয় টি টুয়েন্টি সিরিজ আইপিএলে এই প্রতিবাদের গুরুত্ব অপরিহার্য। কারণ বিশ্বের লাখো কোটি মানুষ এই টূর্ণামেন্ট প্রতিদিন দেখে থাকে। সংহতির জন্য সচেতনতামূলক এই প্রচারে সবার অংশ নেওয়া উচিত।
বিষয়টি নিয়ে হোল্ডার আরো বলেন, ‘(আইপিএলে) এটা নিয়ে কারও সঙ্গে একটি কথাও হয়নি। মাঝে-মধ্যে মনে হয় কেউ এ বিষয়টি পাত্তা দিচ্ছে না—যেটা খুবই দুঃখজনক। সম্ভবত এটার গুরুত্ব আমাদের নতুন করে বোঝাতে হবে।
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই সারা বিশ্বে শুরু হয় ‘ব্ল্যাক লিভস ম্যাটার’ আন্দোলন। করোনা বিরতি শেষে ইউরোপিয়ান ফুটবল পুনরায় শুরুর পর সিরিজে ‘ব্ল্যাক লিভস ম্যাটারস’ লেখা জার্সি গায়ে নেমেছে অনেক ক্লাব। কোনো কোনো ক্লাবের খেলোয়াড়েরা গোলের পর উদ্যাপন করেছেন প্রতিবাদী ভাষায়।
বাংলাধারা/এফএস/ওএস













