বাংলাধারা স্পোর্টস »
বাংলাদেশি তারকা সাকিব আল হাসানের আইপিএল খেলতে যাওয়ার ছুটি নিয়ে গত কয়েক দিন ধরে বেশ আলোচনা হচ্ছিল। গুঞ্জন উঠেছিল, সাকিব ছুটি পাবেন কি না, সেটা নিয়েও। অবশেষে সব গুঞ্জন উড়িয়ে আইপিএল খেলতে ভারতে গিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শনিবার (২৭ মার্চ) সকাল পৌনে দশটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে উড়াল দেন সাকিব। সেখানে গিয়ে কোয়ারেন্টিন পর্ব সেরে দলের সাথে যোগ দেবেন তিনি।
গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। ২ কোটি রুপিতে নিলামে উঠেছিল সাকিবের নাম সাকিব। তাকে প্রথমেই ডাকে কলকাতা নাইট রাইডার্স, দাম হাঁকায় ২ কোটি ২০ লাখ রুপি। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে সাকিবকে নিয়ে বেশ কিছুক্ষণ কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় তার প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্সই।
আইপিএলে দুইবার শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। দুইটি শিরোপা জয়েই বড় অবদান ছিল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত কলকাতায় খেলেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১২ ও ২০১৪ সালে শিরোপা জেতা কলকাতা এরপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০১৭ সালে সাকিবকে আর দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। মাঝখানের সময়টায় খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। নিষেধাজ্ঞার কারণে গত আসরে অবশ্য অংশ নেওয়া হয়নি সাকিবের।
প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর।
বাংলাধারা/এফএস/এআর













