২৫ অক্টোবর ২০২৫

আইসিইউ’র চিকিৎসকের আইসিইউতেই মৃত্যু

বাংলাধারা প্রতিবেদক »

আইসিইউতে রোগীকে চিকিৎসাসেবা দিয়ে যিনি সুস্থ করে তুলতেন, সেই চিকিৎসককেই যেতে হয়েছে আইসিইউতে। কিন্তু সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে পারলেন না তিনি। সড়ক দুর্ঘটনায় আহত ডা. সামিনা আক্তার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ডা. হারুনুর রশিদ। তিনি বলেন, দুইদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন ডা. সামিনা।

এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ডা. সামিনা আক্তার নগরের কাজীর দেউড়ি রেডিসন ব্লু’র সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

ডা. সামিনা আক্তার ইউএসটিসি’র সাবেক ছাত্রী। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের আইসিইউ বিভাগে কর্মরত ছিলেন তিনি। গ্রামের বাড়ি ফেনী। মেহেদীবাগে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামী মীর ওয়াজেদ আলীও চিকিৎসক। তাদের এক মেয়ে ও এক ছেলে।

আরও পড়ুন