খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের দূর্গম এলাকার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ বিদ্যালয়ের ছাএ-ছাএীদের জন্য নিজ উদ্যোগে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য প্রথমে তিনি একটি ল্যাপটপ ক্রয় করেন। পরে বিদ্যালয়ের বাকি ৭জন শিক্ষক নিজ উদ্যোগে সাতটি ল্যাপটপ ক্রয় করে মোট আটটি ল্যাপটপ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি (আইসিটি বিষয়ে) ধারনা দেওয়া হচ্ছে। ৮ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এই প্রধান শিক্ষক নিজস্ব উদ্যোগে বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্হাপন করেছেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ব্রত নিয়ে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে গঠিত বর্তমান সরকার তথ্য-প্রযুক্তির উন্নয়নে নানা পদক্ষেপের মধ্যদিয়ে ২০২১ সালে প্রাথমিক স্তরে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করায় এজন্য প্রাথমিক শিক্ষার কারিকুলামকে যুগোপযোগী ও সর্বাধুনিক করণের জন্য একটি স্থায়ী তথ্য-প্রযুক্তি মানসম্মত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এ প্রযুক্তি অন্যতম একটি সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ।
গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ পারভেজ বিদ্যালয়ে যোগদান করার পরে শিক্ষা ব্যবস্হার অনেক পরির্বতন হয়েছে। ২০১৯ সালের জেএসসি পরিক্ষার্থী ২৭ জন, প্রাথমিক সমাপনী পরিক্ষায় ৩০জন, সমাপনীও জেএসসি পরিক্ষার পাশের হার শতভাগ এবং প্রাথমিক বৃওি ২০১৮সালে ২টি সাধারন বৃওি পেয়েছে। ঝরে পড়ার হার শূন্য নেমে এসেছে।
প্রধান শিক্ষক মাসুদ পারভেজ বলেন, বিদ্যালয়ে যোগদানের পর উর্ধ্বতন কর্মকর্তারা বিদ্যালয়টি পরির্দশন করেছেন।
বাংলাধারা/এফএস/টিএম
				












